বিদেশের খবর: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষের ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২ সিআরপিএফ সেনা এবং ২ পুলিশ কর্মী। প্রাণ হারিয়েছে সাধারন এক বাসিন্দারও। খবর এনডিটিভির।
জম্মু কাশ্মীরের হিন্দওয়ারাতে এ ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দওয়ারা একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। সেনাদের উপস্থিতি টের পেয়ে অতর্কিতে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে পাল্টা আক্রমণ চালায় দেশটির সেনা।
এনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষ চলছে। পুরো এলাকা ঘিরে রেখেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। হামলায় এ পর্যন্ত কতজন বিচ্ছিন্নতাবাদীর মৃত্যু ঘটেছে তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না।