সাতক্ষীরা

রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

By daily satkhira

March 03, 2019

নিজস্ব প্রতিবেদক : রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান খান বিটু’র সভাপতিত্বে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘আমার সদর নির্বাচনী এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠানে জরাজীর্ণ ভবন থাকবে না। আলোকিত মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত নতুন ভবনের বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীরা নতুন ভবনে ভাল পরিবেশে শিক্ষা নিয়ে শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করবে। শিক্ষার মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। এ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন ভবনে ভাল পরিবেশে শিক্ষা নিয়ে শিক্ষার আলোয় সমাজকে আলোকিত করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা মুস্তাফিজ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, রসুলপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সৈয়দ আহম্মদ খান মনু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, নির্মাণ কাজের ঠিকাদার মো. রফিকুল ইসলাম প্রমুখ।