রাজনীতি

বঙ্গবন্ধু মেডিকেলে বিখ্যাত চিকিৎসক দেবী শেঠীর সাথে রুহুল হক এমপিসহ চিকিৎসকবৃন্দ

By daily satkhira

March 04, 2019

ডেস্ক রিপোর্ট : সোমবার দুপুরে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে যান বঙ্গবন্ধু মেডিকেলে ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠী ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক রুহুল হক এমপি সহ চিকিৎসকবৃন্দ। পরবর্তীতে বিশ^বিখ্যাত চিকিৎসক দেবী শেঠীর পরামর্শে আওয়ামীলীগের শীর্ষ এ নেতাকে সোমবার বিকেলেই এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থা দেখতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী প্রসাদ শেঠী। বঙ্গবন্ধু মেডিকেলের প্রিভেনটিভ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ সোমবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে ডা. শেঠীকে স্বাগত জানান। তারপর তারা সরাসরি বঙ্গবন্ধু মেডিকেলে যান। এসময় উপস্থিত ছিলেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি। উল্লেখ্য,ভারতের নারায়ণ ইন্সটিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠীর ১৫ হাজারের বেশি অস্ত্রোপচার করার অভিজ্ঞতা রয়েছে। স্বল্প খরচে হৃদরোগের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচিত এই চিকিৎসককে ২০১২ সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত করে ভারত সরকার।