বিদেশের খবর: ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটাতে যে সার্জিকাল স্ট্রাইক চালিয়েছিল, তাতে কতজন জঙ্গি মারা গেছে তা নিয়ে এবার প্রশ্ন তুললেন কংগ্রেসের নওজোত সিংহ সিধু। বিজেপির অধ্যক্ষ অমিত শাহের বয়ানের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এই কথা বলেন।
রবিবার অমিত শাহ জানিয়েছিলেন, জঙ্গি হামলায় ভারতীয় বিমান বাহিনী ২৫০ জন জঙ্গিকে মারতে সক্ষম হয়েছে। এই বক্তব্যের পরে সিধু বেশ কিছু মিডিয়া রিপোর্টের প্রিন্ট স্ক্রীন শেয়ার করে টুইট করেন। সিধু টুইট বার্তায় বলেন, ‘তাহলে লক্ষ্য কি ছিল? জঙ্গিদের মারতে গিয়েছিলেন, নাকি গাছ উপড়ে ফেলতে? তাহলে কি এটা ভোটের হত্যাকাণ্ড ছিল?’ এছাড়া এয়ার স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গেছে, সেই সংখ্যা নিয়ে সিধু লেখেন ‘৩০০ জন জঙ্গি মারা গেছে কি, হ্যাঁ নাকি না?’ সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘সেনাদের নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।’-এনডিটিভি