সাতক্ষীরা

সাতক্ষীরা নবারুণ স্কুল পরীক্ষা কে‌ন্দ্রে হাঁটু পা‌নি!

By daily satkhira

March 05, 2019

সামান্য বৃষ্টিতে থৈ থৈ করে সাতক্ষীরা শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের মাঠে ঢেউ খেলে পানিতে। বিদ্যালয়ের গেট থেকে অফিস কক্ষ পর্যন্ত ৩০ থেকে ৪০ হাত রাস্তা খালের রূপ ধারণ করে। ফলে স্কুলটির সহস্রাধিক শিক্ষার্থীকে এমন পরিস্থিতিতে নাকানি চুবানি খেয়ে স্কুলে যাতায়াত করতে হয়।এস এস সি পরীক্ষা চলছে। মঙ্গলবার ( ৫ মার্চ) ছিল পদার্থ বিজ্ঞান ও কৃষি শিক্ষা ব্যবহারিক পরীক্ষা। সকাল সাড়ে ৯টায় পরীক্ষার্থীরা কেন্দ্রে আসে। কেন্দ্রের সামনে এসে দেখে গেট থেকে অফিস পর্যন্ত পানিতে থৈ থৈ করছে। হাটু পানি জমেছে পরীক্ষা কেন্দ্রের আঙিনায়। পরীক্ষার্থী সুমাইয়া পারভীন, হালিমা খাতুন, রেবেকা খাতুন, শরিফুল ইসলাম, জাকির হোসেনসহ অনেকেই জানায়, এইস পানি পার হতে ভ্যান ভাড়া দিতে হয়েছে প্রত্যকের ৫টাকা। শুধু এস এস সি পরীক্ষার্থীদের নয় স্কুলের শত শত শিক্ষার্থীদের ৫টাকা দিয়ে পার হতে হয়েছে। যাদের টাকা ছিল না তারা কাদা পানি ঠেলে পার হয়েছে। তারা আরও জানায়, এর আগেও তারা কয়েকবার দুর্ভোগে পড়েছে। কেন্দ্র সচিব আব্দুল মালেক গাজী বললেন, পানি নিস্কাশনের জন্য পাইপ দেওয়া আছে। কিন্তু পাইপটির মধ্যে ময়লা জমেছিল। সেই ময়লা পরিস্কার করতে তলব করা হয় পৌর সভার পরিচ্ছন্ন কর্মীদের। তারা যখন পৌছান তখন পরীক্ষার সময় হয়ে গেছে। তিনি বলেন, এরপর আর যাতে এমন পরিবেশ না হয় সেদিকে খেয়াল রাখবেন।