পলাশ দেবনাথ নুরনগর : শ্যামনগর উপজেলার নুরনগরের মৎস্য সেটের নির্বাচন সম্পন্ন হয়েছে। নুরনগর মৎস্য সেটে মোট ২৭টি আড়ৎ আছে যা পরিচালনার জন্য একটি কমিটির প্রয়োজন সে লক্ষ্যে সভাপতি এবং সাধারন সম্পাদক পদ নিয়ে বিতর্ক থাকায় উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। এর মধ্যে আলহাজ্ব মিজানুর রহমান চেয়ার প্রতিক নিয়ে ১০ভোট ও শহিদুল সরদার হরিন প্রতিক নিয়ে ১০ ভোট পেয়ে যৌথ ভাবে বিজয়ী সভাপতি নির্বাচিত হয়। এবং অন্য প্রতিদন্দি সাইফুল্লাহ আল মামুন ০৭ ভোট পায়। এছাড়া সাধারন সম্পাদকের পদে ২জন প্রতিদন্দিতা করে, আব্দুর রাশেদ ফুটবল প্রতিক নিয়ে ১৬ ভোট পেয়ে বিজয়ী হয় এবং অরুন দাস মাছ প্রতিক নিয়ে ১১ ভোট পায়। এছাড়া বিনা প্রতিদন্দিতায় সহ সভাপতি নির্বাচিত হয় এস এম গোলাম ফারুক। নির্বাচন পরিচালনার দায়িক্তে ছিলেন মোঃ জেহের আলী সরদার, ডিএম মঈনদ্দিন লাবলু, আলহাজ্ব আবুল হোসেন, ,আলহাজ্ব শাহাদাত সরদার,আলহাজ্ব মাহমুদ হোসেন। নির্বাচন পরিদর্শক হিসেবে ছিলেন শ্যামনগর উপজেলা মৎস্য সেট মালিক সমিতির সভাপতি হাছিম সরদার,নুরনগর ইউনিয়ন আ”লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি, সাধারন সম্পাদক এস এম সোহেল রানা বাবু প্রমুখ।