মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে সাম্ভব্য উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে এবং বিভিন্ন সমস্যা পর্যালোচনা নিয়ে মতবিনিময় করেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার সকালে তার বাসভবনে মতবিনিময়কালে তিনি বলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা-ঘাটের বেহাল দশা আর বেশিদিন থাকবেনা। কারণ খুব শীঘ্রই নতুন রাস্তা, ব্রীজ-কালভাট, রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। আমার নির্বাচনী এলাকার মানুষের কষ্ট লাঘব করতে আমি নিরলসভাবে কাজ করছি। বর্তমান সরকারের ব্যাপক কর্মপরিকল্পনার আলোকে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে উন্নয়নের ছোয়া লাগবে। আমি খুব শীঘ্রই সাধারণ মানুষের কাছে যেতে চাই। তাদের কি কি সমস্যা আছে তা অবলোকন করে তা সমাধান করবো। বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন বহি-বিশ্বের কাছে হাত পাতেনা। নিজের পায়ে মাথা উঁচু করে দাড়িয়েছে দেশ। দেশের দারিদ্রতার হার কমেছে। দেশের এ উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাবে। কোন অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে পারবেনা। দেশের নিজস্ব অর্থায়নে তৈরি হচ্ছে বহু-কাক্সিক্ষত পদ্মাসেতু। জননেত্রী শেখ হাসিনা সরকার সমাজের পিছিয়ে পড়া গরিব, দুঃখী ও ভিক্ষুককদের কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্রতা কমিয়ে এনেছেন। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ স্বয়ং সম্পূর্ণ। সেদিন আর দূরে নয় এই বাংলাদেশে বাহিরের দেশ থেকে মানুষ কাজ করতে এ দেশে আসবে। এ সময় সদর উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।