দেবহাটা

দেবহাটার চিনেডাঙ্গা এবতেদায়ী মাদ্রাসায় সরকারি বই বিক্রির অভিযোগ

By daily satkhira

March 06, 2019

দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার চিনেডাঙ্গা স্বতন্ত্র আব্দুল হাই এবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে সরকারী বই বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন শ্রেণির সরকারি বইগুলো বিক্রির পর বৃষ্টিতে ভিজে গেলে বই ক্রয় করা দোকানদার বইগুলো রাস্তার উপরে রৌদে শুকাতে দিলে বিষয়টি স্থানীয় মানুষ ও সাংবাদিকদের নজরে আসে। জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত উক্ত মাদ্রাসাটিতে তেমন কোন শিক্ষার্থী ভর্তি না হলেও প্রতিবছরই তারা ভূয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তির টাকা উত্তোলন করে। আর এর সাথে শিক্ষা অফিসের কয়েকজন কর্মচারীও সংশ্লিষ্ট আছেন বলে জানা যায়। প্রতিবছর সরকার শিক্ষার্থী অনুপাতে সরকারী বই দিলেও শিক্ষার্থী সংকটে উক্ত বইগুলো নষ্ট হয়ে যায়। যার কারনে মাদ্রাসা কর্তৃপক্ষ সেই বইগুলো সরিয়ে ফেলার জন্য বিক্রয় করে। এবছরও ঠিক একই নিয়মে বইগুলো সখিপুরের দোকানদার হক নামক এক লোকের কাছে বিক্রয় করে। কিন্তু উক্ত দোকানদার বইগুলো কিনে গত ৩/৪ দিন আগে হওয়া বৃষ্টিতে ভিজে গেলে সখিপুরের তার দোকানের সামনে রৌদে শুকানোর জন্য ছড়িয়ে রাখে। আর তখনই বিষয়টি সকলের নজরে আসে। উক্ত দোকানদার হক জানান, বইগুলো তিনি চিনেডাঙ্গা এবতেদায়ী মাদ্রাসা থেকে কিনেছেন। উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সোলাইমান হোসেনের কাছে জিজ্ঞাসা করলে তিনি প্রথমে বই বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বই বিক্রয়ের বিষয়টি স্বীকার করেন এবং বলেন, ম্যানেজিং কমিটির কাছে শুনে তিনি বইগুলো বিক্রয় করেছেন। সরকারী বই বিক্রয় করা যায় কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, বই বিক্রয় করা যায় কিনা তার জানা নেই। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, এ বিষয়ে তিনি খোজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।