সাতক্ষীরা

ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌননির্যাতন প্রতিরোধে অবহিতকরণ সভা

By daily satkhira

March 07, 2019

প্রেস বিজ্ঞপ্তি : ৭ মার্চ ২০১৯ তারিখে অগ্রগতি সংস্থার আয়োজনে পি টি আর সি অডিটোরিয়ামে ইন্টারনেরটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌননির্যাতন প্রতিরোধে চাইল্ড রাইটস ডিফেন্ডার ফোরামের সাথে অবহিতকরণ সভা বিশিষ্ট সমাজসেবক শফিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভাপতি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন মাদক নেশা যেমন আমাদের দেশের যুব-তরুনদেরকে ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে তেমনি ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে আমাদের শিশুরা ক্রমান্বয়ে ধ্বংশের দিকে এগিয়ে যাচ্ছে যা থেকে সুরক্ষা দিতে না পারলে তাদের ভবিষ্যৎ স্বপ্ন ধুলায় মিশে যাবে। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক তার বক্তব্যের মাঝে বলেন, ইন্টারনেটের ভাল মন্দ দিকগুলো আমাদের শিশুদের ভালভাবে বুঝাতে হবে, খারাপ অপশান গুলো পরিত্যাগ করে ভাল শিক্ষনীয় অপশান ব্যবহারে তাদের আগ্রহ বাড়াতে হবে, চাইল্ডরাইটস ডিফেন্ডার ফোরামের সদস্যবৃন্দরা যারা কমিউনিটিতে শিশুদের উপর সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আপনারা শিশু অধিকার ইউনিটের আইন ও সালিশ কেন্দ্র (আসক) কর্তৃক প্রনীত নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা বিষয়ক নির্দেশিকাটি আপনাদের প্রতিবেশী ভাই-বোন ও সহপাটি বন্ধুদের সাথে আলোচনা করবেন তাছাডা আপনারা উঠান বৈঠক করে ও কমিউনিটিতে নাটকের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন । উপস্থিত সকলে শিশুদের ইন্টারনেটের অপব্যবহার রোধে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার জোরালো আশ্বাস প্রদান করেন ও “ইন্টরনেটের মাধ্যমে সংগঠিত শিশু নির্যাতন বন্ধে, কাজ করবে একসাথে” এই বলে হাত তুলে জোরলো কন্ঠে শফত নেন । সমগ্র অনুষ্টানটি সমন্বয় করেন প্রোজেক্ট কোর্ডিনেটর দেবব্রত অধিকারী ও সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার মো: সফিউল হক ।