আশাশুনি

আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশনের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

By daily satkhira

March 07, 2019

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক গ্রাম উন্নয়ন কমিটির সদস্যদের নিয়ে তিনদিন ব্যাপী সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার থেকে শুরু হয়ে কচুয়া গার্লস হাইস্কুল হলরুমে তিনদিন ব্যাপি প্রশিক্ষণের বুধবার এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে কচুয়া, হামকুড়া, আগরদাড়ী, বাহাদুরপুর ও গুনাকরকাটির গ্রাম উন্নয়ন কমিটির ২৪ জন সদস্যের প্রশিক্ষণ পরিচালনা করেন পিএফএ-২ প্রকল্পের প্রোগ্রাম অফিসার স্বপন ডেভিট সাহা। এপিসি ম্যানেজার মেথিল্ডা মেন্ডিস ও প্রোগ্রাম অফিসার এলিস মন্ডলের সহযোগিতায় তিনদিন ব্যাপী প্রশিক্ষণে গ্রাম পর্যায়ে উন্নয়নের অবদান রাখার জন্যে সদস্যদের কমিটি গঠনপ্রণালী, দায়িত্ব, নেতৃত্ব, শিশু মনিটরিং, সুশাসন, এ্যাডভোকেসি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।