ন্যাশনাল ডেস্ক: ড. আবদুস সোবহান গোলাপ রচিত ‘‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দর্শন ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বাংলা একাডেমির বই মেলার ৩০৭ ও ৩০৮ নং স্টলে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ রচিত ‘‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দর্শন ডিজিটাল বাংলাদেশ অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস” বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বইটি প্রকাশ করেছেন জিনিয়াস পাবলিকেশন্স। উল্লেখ্য, ড. আবদুুস সোবহান গোলাপ ঢাকা বিশ্বদ্যিালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র। তিনি মাস্টার দা সূর্যসেন হলের সাবেক ভিপি। যুক্তরাষ্ট্র থেকে তিনি ‘সোসাল চেঞ্জেস‘ এর উপর পিইচডি ডিগ্রি সম্পন্ন করেন।