দেবহাটা

দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবসে পালন

By daily satkhira

March 08, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটায় আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ^ গড়ো, এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা মহিলাদের স্বতঃফূর্ত উপস্থিতিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে র‌্যালীটি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সার্বিক সঞ্চালনায় ও ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আর.কে.বাপ্পা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রে.এম রেজাউল করিম, কিশোরী প্রকল্পের কর্মকর্তা শাপলা পারভিন, সুফিয়া খাতুন, প্রতিবন্ধী নারী হালিমা খাতুন প্রমুখ। বক্তারা ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবসের গুরুত্ব আলোকপাত করে বলেন, নারীদের প্রতি সম্মানবোধ ও তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে সকলকে আন্তরিক হতে হবে। নারী নির্যাতন ও তাদের প্রতি সহিংসতা দূর করতে সকলের মাঝে সচেতনতাবোধ তৈরী করতে হবে। নারী দিবস উপলক্ষ্যে মহিলা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা মুক্ত মঞ্চ প্রাঙ্গনে নারী উন্নয়নের ৯টি প্রতিষ্টানের ৮টি স্টল প্রদর্শন করা হচ্ছে। শনিবার মেলার শেষ হবে বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন নাহার।