আশাশুনি

আশাশুনি অফিস পাড়া দুর্গন্ধে ভাসছে!

By daily satkhira

March 09, 2019

আশাশুনি প্রতিনিধি: ল্যাট্রিনের মল ও পানি বেরিয়ে আশাশুনি উপজেলা পরিষদের অফিস পাড়া দুর্গন্ধময় হয়ে পড়েছে। অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ আগত ব্যক্তিবর্গ দুর্গন্ধের কবলে পড়ে নিরন্তর বিপাকে রয়েছেন। আশাশুনি উপজেলা পরিষদ প্রধান বিল্ডিং এর ২য় তলায় পশ্চিম পার্শে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অধীনস্থ কর্মচারীদের বসার রুমে একটি টয়লেট রয়েছে। টয়লেটটি ২/৩ বছর ব্যবহার করা হচ্ছে, কিন্তু বলতে গেলে শুরু থেকেই টয়লেট থেকে গ্রাউন্ডে নেমে আসা পাইপ ও মাটির নীচে ছোট্ট ট্যাংকি ছিদ্র ও ভেঙ্গে গিয়ে কমবেশী মল ও মলমিশ্রিত পানি বের হয়ে আসছিল। ইতিপূর্বে এনিয়ে অফিস পাড়ার লোকজন আপত্তি তুললে সামান্য মেরামত করা হলেও সেটি যথেষ্ট ছিলনা। অফিস পাড়ায় চলাচল বিশেষ করে উপজেলা শিক্ষা অফিস, কৃষি অফিস, একটি বাড়ি একটি খামার অফিস ও খাদ্য কর্মকর্তার কার্যালয়ে যাতয়াতের সময় কমবেশী দুর্গন্ধ ও ময়লা পানির ছোয়া শরীরে স্পর্শ করতো। গত ৫/৬ মাস অবস্থা এমন হয়েছে যে, দুর্গন্ধ ও ময়লা পানি গোটা এলাকাকে একাকার করে তুলেছে। ঐ পথে যাতয়াতের সময় মানুষকে নাজেহাল হতে হচ্ছে। টয়লেট ব্যবহারের সাথে সাথে ময়লা পানি বেরিয়ে ছড়িয়ে পড়ছে। একটু বৃষ্টি হলে ময়লা পানি সড়কের উপরে গিয়ে উঠছে। নাম প্রকাশ না করার শর্তে শিক্ষকরা বলেন, দীর্ঘকাল টয়লেটের পানি ও দুর্গন্ধময় পরিবেশ এলাকায় যাতয়াতের পথ বিপত্তিকর করলেও কোন প্রতিকার না হওয়ার ঘটনা তাদেরকে হতবাক করে তুলেছে। এব্যাপারে আশু ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ, বিশেষ করে উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, টয়লেটটি দ্রুত ঠিক করতে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন।