আশাশুনি প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনে আশাশুনি উপজেলার চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন টিকে থাকায় তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার জেলা রিটার্ণিং অফিসার প্রতীক বরাদ্দ প্রদান করেন। চেয়ারম্যানঃ উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আ’লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম ও আনারস প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলাম পিন্টু। ভাইস চেয়ারম্যান (পুরুষ): উপজেলা কৃষকলীগ সভাপতি স ম সেলিম রেজা সেলিম (মাইক), উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এস এম সাহেব আলী (চশমা), উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জিএম আক্তারুজ্জামান (উড়ো জাহাজ), সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী (টিউবওয়েল), উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মতিলাল সরকার (তালা) ও ব্যবসায়ী এমডি ফিরোজ আহম্মেদ (টিয়াপাখি প্রতীক) পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান: মহিলা আওয়ামীলীগ কুল্যা ইউনিয়ন সভাপতি হেনা গাজী (ফুটবল) ও যুব মহিলালীগ বুধহাটা ইউনিয়ন সেক্রেটারী মোসলেমা খাতুন মিলি (কলস প্রতীক) পেয়েছেন। প্রতীক বরাদ্দের সময় হেনা গাজীর সাথে ছিলেন, মেম্বার পান্না, মহিলা মেম্বার কুইন, মেম্বার উত্তম, মেম্বার রুহুল আমিন, মটর সাইকেল শ্রমিক ইউনিয়ন সভাপতি নাসির উদ্দিন ও সেক্রেটারী আক্তার হোসেন প্রমুখ।