সাতক্ষীরা

সাংবাদিকতা আছে বলেই দুর্নীতি অনেক নিয়ন্ত্রণে আছে- জেলা পরিষদ চেয়ারম্যান

By Daily Satkhira

February 16, 2017

শেখ তহিদুর রহমান ডাবলু : সাংবাদিকরা আছে বলেই দেশে এখনো দুর্নীতি অনেক নিয়ন্ত্রণে আছে। সাংবাদিকদের লেখনীর কারণে আজও অপরাধীরা শাস্তি পায়। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তাদের লেখার মাধ্যমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষ আজও ন্যায় বিচার পায়। যে কারণে এটি আজও মহান পেশা হিসাবে স্বীকৃত। সাংবাদিকতায় ৪ মাসব্যাপী ইন্টার্নশিপ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম এসব কথা বলেন। সাতক্ষীরাতে প্রথমবারের মত এ ধরনের কর্মসূচি গ্রহণের জন্য ডেইলি সাতক্ষীরাকে তিনি ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজে সাতক্ষীরার জনপ্রিয় অনলাইন নিউজপোর্টল ডেইলি সাতক্ষীরার আয়োজনে ৪ মাস ব্যাপী ইন্টার্নশিপ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর সরকারি এম এম কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা তথ্য অফিসার শেখ শাহনেওয়াজ করিম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো: তোফায়েল হোসেন, ডেইলি সাতক্ষীরার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, মফস্বল বার্তা সম্পাদক আমির হোসন খান চেীধুরী, বিশেষ প্রতিনিধি শেখ শরিফুল ইসলাম, বার্তা সম্পাদক এম বেলাল হোসাইন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম।