তালা

তালায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

By Daily Satkhira

February 16, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : তালা উপজেলা অধিক্ষেত্রের মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তালা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সাংসদ তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের এ ঋণ জাতি কোন কিছুর বিনিময়ে শোধ করতে পারবেনা। সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বৃদ্ধি করেছে। স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। তালা উপজেলার ১২টি ইউনিয়নে অনলাইনের মাধ্যমে আবেদন জমা পড়ে ৪শ’ ৪১টি এর মধ্যে অভিযোগ আসে ৫৬টি। কমিটির সকলের ঐক্যমতের ভিত্তিতে আপত্তি নিষ্পত্তি করা হয়। অনলাইনে জমাকৃত আবেদনের যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জামুকায় সরাসরি আবেদনকারী মুক্তিযোদ্ধাদের আপত্তি নিষ্পত্তি করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্য জি.এম.এ সবুর, জেলা কমান্ডারের প্রতিনিধি সদস্য মঈনুল ইসলাম, তালা উপজেলা কমান্ডার মফিজ উদ্দিন, মুবিম এর প্রতিনিধি শেখ আবুল খায়ের ও জামুকা প্রতিনিধি সদস্য এম.এ ফজলুল হকসহ কমিটির নেতৃবৃন্দ।