নিজস্ব প্রতিবেদক : পোল্ট্রি মুরগির মাংসে পোকা থাকায় সুলতানপুর বড় বাজারের এক পোল্ট্রি ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যবসায়ী শহরের কামালনগর এলাকার আমিন গাজীর ছেলে ইসমাইল হোসেন। তিনি আমিন পোল্ট্রি হাউজের স্বত্ত্বাধিকারী। রোববার দুপুরে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের আমিন পোল্ট্রি হাউজে অভিযান চালিয়ে সত্যতা পান। সাতক্ষীরা প্রশাসকের কার্যালয়ের জি এম শাখার মোবাইল কোর্ট পেশকার প্রণব কুমার জানান, সাতক্ষীরা সরকারি করেজের একছাত্র ১৫০ টাকার পোল্ট্রির মাংস ক্রয় করেন। পরে উক্ত মাংসের গায়ে জীবন্ত পোকা দেখতে পেয়ে সাতক্ষীরা জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসকের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বড় বাজারের ওই দোকানে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে ভোক্তা অধিকার আইনে ৫দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। অভিযানে আরো উপস্থিত ছিলেন, স্যানেটারি ইন্সপেক্টর রথিন্দ্র নাথ সরকার।