আন্তর্জাতিক

কাশ্মীরে প্রথম পাতা খালি রেখে সংবাদপত্রের প্রতিবাদ

By Daily Satkhira

March 10, 2019

বিদেশের খবর: এবার প্রথম পাতা খালি রেখে প্রতিবাদ জানিয়েছে কাশ্মীরের সব সংবাদপত্র। এছাড়া শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। যৌক্তিক কোনো কারণ ছাড়াই সরকারি বিজ্ঞাপন বন্ধের প্রতিবাদে রবিবার প্রথম পাতা ফাঁকা রেখে কাগজ ছাপে পত্রিকাগুলো।

ঘটনার সূত্রপাত গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলাকে কেন্দ্র করে। হামলার পরদিন রাজ্যপাল সত্যপাল মালিকের নির্দেশে আচমকাই কাশ্মীরের জনপ্রিয় দুই ইংরেজি সংবাদপত্র, গ্রেটার কাশ্মীর এবং কাশ্মীর রিডারকে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কি কারণে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো সেটা জানায়নি প্রশাসন। বার বার জিজ্ঞাসা সত্ত্বেও জবাব না মেলায় শেষে প্রতিবাদে নামতে সম্মত হয় সংবাদপত্রগুলি। সংবাদপত্রের প্রথম পাতায় লিখা হয়, গ্রেটার কাশ্মীর ও কাশ্মীর রিডারে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও ধরণের কারণ বলা হয়নি। এই অবিচারের প্রতিবাদে পাতা ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।এ ঘটনায় প্রশাসনের তীব্র সমালোচনা করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, উপত্যকার বাইরে ব্যাপারটা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এভাবে বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে সংবাদমাধ্যমের গলা টিপে ধরতে চাইছে সরকার।