দেবহাটা

নেশা ও দালালমুক্ত দেশ গড়তে কাজ করবে যুবলীগ — দেবহাটা যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশে বক্তারা

By daily satkhira

February 16, 2017

কেএম রেজাউল করিম/আরাফাত হোসেন লিটন,: নেশা ও দালালমুক্ত দেশ গড়তে কাজ করবে যুবলীগ। স্বাধীনতা যুদ্ধের পর দেশকে সংগঠিত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ গঠন করেন। তারপর থেকে বাংলাদেশে আওয়ামীলীগের রাজনীতিতে বিশেষ ভুমিকা রেখে চলেছে যুবলীগ। আর সেই ধারা অব্যহত রাখতে দেবহাটায় যুবলীগের উপজেলা কমিটি প্রদান করা হয়েছে। শুধু দেবহাটা নয় সারা সাতক্ষীরার প্রতিটি যুবলীগের সংগঠন হবে মাদক ও দালালমুক্ত সংগঠন। যারা আওয়ামীগে থেকে দলের নেতাকর্মীদের ক্ষতি করে সে সব হাইব্রিড নেতাদের চিহ্নিত করে দল থেকে বহিস্কার করার পাশাপাশি তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থায় বেইমানদের ছাড় দেওয়া হবে না। কেননা বেইমানরা একবার না বারবার বেইমানি করে। আর তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। তাই বেইমানরা এখন থেকে সাবধান হন। আগামিতে যদি কেউ দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন তাদের বিরুদ্ধে কেন্দ্র থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বক্তারা। দেবহাটা উপজেলার পারুলিয়ায় যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা যুবলীগের আয়োজনে দেবহাটায় উপজেলা যুবলীগের কমিটি দেওয়ায় এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতেই বিশাল আনন্দ মিছিলটি পারুলিয়া বাসস্টান্ড হতে শুরু করে সখিপুর ব্রিজ প্রদক্ষিণ শেষে আবু রায়হান চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন অনু, যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মহব্বত আলী,পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক আবু রায়হান, নওয়াপাড়া যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বর, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিনুর ইসলাম, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম, যুবলীগ নেতা গোলাম মঈনদ্দীনসহ বিভিন্ন পর্যয়ের নের্তৃবৃন্দরা। এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগের কর্মকান্ডের প্রধান অনুপ্রেরণা যুব শক্তি তাই যুবলীগকে এদেশের উন্নয়নের দায়িত্ব নিতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করতে হবে। আর সেই সাথে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীগের জয়ী করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিজয় ঘোষ।