দেবহাটা ব্যুরো ॥ আদালতে পরাজিত হয়ে প্রতিপক্ষকে ঘায়েল করে ঘের দখলের মিথ্যা নাটক সাজিয়ে দেবহাটা থানায় মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঐ জমির মালিকগনের পক্ষে চালতেতলা গ্রামের মৃত গহর আলীর ছেলে আলহাজ¦ মুনছুর আলী। সোমবার দুপুরে দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসে এ সংবাদ সম্মেলন করেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথপুর (বড়) মৌজার ১৩নং খতিয়ান, ৩৭নং জেএল, সাবেক ২৮০৯/৪০১১ নং দাগে ৫একর জমি ক্রয়সূত্রে ২০০৫ সাল থেকে ভোগদখল করে আসছি। আমাদের ক্রয়সূত্রে দখলকৃত মালিকানা সম্পত্তি কামরুল ইসলাম লেলিন নামের এক ব্যক্তি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। তারা ক্রয়কৃত সম্পত্তিটি জোরপূর্বক দখল করার জন্য কামকাটিয়া গ্রামের ময়নুদ্দীন ঢালীর ছেলে বাবর ঢালী, খালেক ঢালী, হক ঢালী, বাবুল ঢালীসহ তার সঙ্গীয় লোকজন বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছে। ইতোমধ্যে তারা সাতক্ষীরা আদালতে একাধীক মিথ্যা হয়রানি মূলক মামলা দায়ের করে। যাহা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়ে বিজ্ঞ আদালত কর্তৃক ইতিমধ্যে খারিজ হয়ে গেছে। কিন্তু আবারো ঘেরটি জোর পূর্বক দখলে নিতে ময়নুদ্দীন ঢালীর ছেলে সহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালালে তাদেরকে বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের মারপিটে মারাত্বক জখম হন লিটন হোসেন। কিন্তু ঘটনাটি ভিন্ন খাতে নিতে বাবর ঢালী বাদি হয়ে দেবহাটা থানায় মহিউদ্দীন গাজী সহ ৬জনকে আসামী করে একটি মিথ্যা সাজানো মামলা দায়ের করে। তিনি মিথ্যা ও সাজানো হয়রানি মূলক মামলার সুষ্ঠ তদন্তপূর্বক আমাদের ক্রয়কৃত সম্পত্তি শান্তিপূর্ণ ভাবে ভোগ করতে পারেন এবং প্রকৃত দোষিরা যাহাতে সাজা পায় সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।