কলারোয়া

কলারোয়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের

By daily satkhira

February 16, 2017

জাহাঙ্গীর আলম, কলারোয়া : কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বর্তমান কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের হয়েছে। ১৫ফেব্রুয়ারি রিটটি দাখিল করেছেন কলারোয়া উপজেলার ইয়াকুব আলী সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম। বিষয়টি অবগত করতে যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি দরখাস্তও করা হয়েছে। মহামাণ্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের আইনজীবী এড.মোহাম্মদ কামাল উদ্দীন ওই রিট পিটিশনটি দাখিল করেছেন, যার নং- ২১২৯। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অন্যদের পিটিশনে বিবাদী করা হয়েছে। দরখাস্ত সূত্রে জানা গেছে, সারা দেশে সঠিক ও সুষ্ঠুভাবে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এর চলমান কার্যক্রম অনুযায়ী আগামি ১৮ ফেব্রুয়ারি কলারোয়া উপজেলায় দিন নির্ধারিত আছে। ওই যাচাই-বাছাই কমিটির ‘সম্মানিত সভাপতি সাহেব স্ব-উপজেলার নয় এবং কমিটিতে অন্তর্ভূক্ত কয়েকজন ব্যক্তি অভিজ্ঞ না হওয়ায়’ উপজেলার মুক্তিযোদ্ধা সঠিক ও সুষ্ঠুভাবে যাচাই-বাছাই বাধাগ্রস্থ হতে পারে। সেই লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করত: পুণরায় নতুন কমিটি গঠন করার জন্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল হয়েছে। রিট পিটিশন দাখিলকারী মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও যুদ্ধকালীন কমান্ডার আব্দুল গফফার স্বাক্ষরিত ওই অবগতকরণ দরখাস্তটি ১৬ ফেব্রুয়ারি কলারোয়া ইউএনও অফিসে দাখিল করা হয়েছে বলে জানা গেছে। এদিকে, কলারোয়া উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই বর্তমান কমিটি স্থগিত অত:পর পুণরায় কমিটি গঠনপূর্বক সুষ্ঠু ও সঠিক যাচাই-বাছাই করণে মহামাণ্য হাইকোর্টের স্মরণাপন্ন/ রিট দায়ের হলেও সেটির রায় এখনো হয়নি বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায় বলেন, রিট এখনো শুনানীর পর্যায়ে, সেটির রায় হলে মহামাণ্য হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।