তালা

তালায় জামায়াত নেতাকে প্রত্যয়ন দেওয়ায় আ’লীগ নেতা বহিষ্কার

By daily satkhira

March 12, 2019

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার তালায় তিনটি নাশকতা মামলার চার্জশীটভুক্ত আসামী ও জামায়াত নেতা আব্দুল মজিদকে আওয়ামী লীগ কর্মী হিসেবে প্রত্যয়ন দেওয়ার অভিযোগে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান সরদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ বিষয়ে লিখিতভাবে জানাতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। বহিষ্কৃত সুলতান সরদার সাতক্ষীরার তালা উপজেলার ৯ নং খলিশখালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টিকারামপুর গ্রামের আক্কাজ সরদারের ছেলে। খলিশখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার দাশ জানান, একই উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ইসলামকাটি মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা আব্দুল মজিদ তিনটি নাশকতা মামলার চার্জশীটভূক্ত আসামী। আর এই নাশকতা মামলা থেকে রক্ষা পেতে সুপার আব্দুল মজিদের কাছ থেকে অবৈধ সুযোগ নিয়ে প্রত্যয়ন দিয়েছেন স্থানীয় আ’লীগ নেতা সুলতান সরদার। এরই জেরে গত রোববার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে সুলতান সরদারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে দলীয় পদ ও সদস্য পদ থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানাতে আগামী সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়। তিনি আরও বলেন, এ ব্যাপানে একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গণেশ চন্দ্র বর্মন মোটা অংকের টাকার বিনিময়ে নেয়া ওই প্রত্যয়ন পত্রের কপি, নাশকতা মামলার কপিসহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে লিখিতভাবে অভিযোগে করে ব্যবস্থা গ্রহনের দাবি জানান। পরে ঘটনার সত্যতা যাচাইয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার সুনীল দে, সহ-সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম ও সদস্য আকবর আলীকে দিয়ে তিন সদস্যের তদন্ত টিম গঠণ করা হয়। তদন্ত টিম লিখিতভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করলে তাকে সর্ব সম্মতিক্রমে দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তালা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোষ সনদ কুমার জানান, বিষয়টি আমি লোক মুখে শুনেছি। তবে, এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ আমাদের কাছে দেননি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।