আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার কোদন্ডা হানাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে দুই দিনব্যাপী ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী ইনহেল্ডার প্রজেক্ট আশাশুনি এপি, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে আপেক্ষাকৃত দরিদ্র পরিবারের ২৪ জন সদস্যের অংশগ্রহনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী প্রশিক্ষণে ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক। এসময় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার তাহমিদ সিদ্দীকি, ইনহেল্ডার প্রজেক্টের প্রোগাম অফিসার মিলিতা সরকার, জুনিয়র প্রোগ্রাম অফিসার মৌসুমী মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।