আশাশুনি

আশাশুনিতে স্বত্বদখলীয় সম্পত্তি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

By daily satkhira

March 13, 2019

নিজস্ব প্রতিবেদক : আশাশুনির প্রতাপনগরে দীর্ঘদিনের পিতাহারা এতিমের স্বত্বদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা বিজ্ঞ দ্রুত বিচার আদালতের একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া মৌজায় জে এল ১৫৭, সি এস খং নং- ২৮১, ২৬৫, ৪৬২, ৩১৮, ৪৩৫ যার হাল দাগ নং- ৫৪২,৫৪৩, ৫৪৭, ৫০৩, ৫৭৪ জমির পরিমাণ .৩৪ শতকের মধ্যে পশ্চিম পাশে ১৯ শতক সম্পত্তির মূল মালিক বাবর আলি তার দুইপুত্র নুরুল ইসলাম ,নুরুজ্জামান ও তার এতিম পোতা নুরুল আমিন নামের নামে গত ১৯জুলাই’১৭ তারিখে ২১৩৫ নং রেজিঃ হেবামূলে হস্তান্তর করেন। উক্ত সম্পত্তিতে তারা ৪টি আধাপাকা বসতঘর, গোয়ালঘর, পুকুর খননসহ বিভিন্ন গাছপালা লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। কিন্তু সম্প্রতি একই কুড়িকাহুনিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী, পরসম্পদলোভী মোবারক মোড়লের পুত্র আবু মুছা মোড়ল গংএর উক্ত সম্পত্তির উপর নজর পড়ে। আবু মুছা ওই সম্পত্তি কৌশলে দখলের পায়তারা শুরু করে। এর জের ধরে গত ৮ মার্চ’১৯ তারিখে সকাল সাড়ে ৯টার দিকে আবু মুছা মোড়লের নেতৃত্বে মৃত জব্বার গাজী’র পুত্র মতলেব গাজী, মতলেব গাজী’র পুত্র আল আমিন, মৃত মফিজউদ্দীন মোড়লের পুত্র মহসীন মোড়ল, মৃত আফতার মোড়লের পুত্র হামিদ মোড়লসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই সম্পত্তি থেকে এতিম নুরুল আমিনকে উচ্ছেদের উদ্দেশ্যে হামলা চালিয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ওই সম্পত্তিতে থাকা ঘর বাড়ি ভাংচুর করে এবং ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে লুটপাট করতে থাকে। সে সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসলেও তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ওই সম্পত্তি তাদের ছেড়ে না দিলে খুন, জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে। এঘটনায় উপায়ন্তর হয়ে ভুক্তভোগী পিতা হারা নুরুল আমিন প্রতিকার চেয়ে সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে ১৩ মার্চ’১৯ তারিখে মামলা দায়ের করেন।