শ্যামনগর

শ্যামনগরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

By daily satkhira

March 14, 2019

শ্যামনগর প্রতিনিধি : ১১তম গ্রেডে বেতন পুনঃনির্ধারণের দাবিতে শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন ও ইউএনও মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করা হয়েছে। ১৪ মার্চ বিকাল সাড়ে ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শ্যামনগর শাখার আয়োজনে মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রাথমিক শিক্ষা দপ্তরের সকল পদে সহকারী শিক্ষক পদটি এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতির ব্যবস্থা রেখে বিগত ৯ মার্চ ২০১৪ তারিখ থেকে ১১তম গ্রেডে বেতন পুনঃনির্ধারণ করা যৌক্তিক দাবী ও ১০ম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন বাস্তবায়ন হোক। সহকারী শিক্ষক সমিতি শ্যামনগর শাখার আহবায়ক মোহাদ্দেছুর রহমানের নেতৃত্বে সদস্য সচিব রোকনুজ্জামানের পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সেক্রেটারী সিরাজুল ইসলাম হেলাল, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদ সভাপতি পরিমল কুমার কর্মকার, সেক্রেটারী দেলওয়ার হোসেন, মিজানুর রহমান লাভলু, জাহিদুল ইসলাম, মামুনুর রশিদ, রোকনুজ্জামান, মোয়াজ্জেম হোসেন মিলন,শাহাজাদা শেখ তরিকুল ইসলাম,আফজানুর রহমান, শামছুর রহমান, মঈনুল ইসলাম,সিরাতুন্নেছা ফাল্গুণী, আরতী মিস্ত্রীসহ কয়েক শত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ। মানববন্ধন শেষে যৌক্তিকদাবী তুলে শ্যামনগরের ইউএনও মোঃ কামরুজ্জামান এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আবেদন করা হয়েছে।