সাতক্ষীরা

কুখরালিতে বসতবাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

By daily satkhira

March 14, 2019

নিজস্ব প্রতিনিধি : আমাদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের। এ সংক্রান্ত মামলায় আমরা জয়ী হয়েছি। আর এতেই ক্ষুব্ধ হয়ে একদল সন্ত্রাসী আমাদের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা করলো। মারপিট করলো। বাড়িঘর ভাংচুর করলো। আমরা এর বিচার চাই। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন শহরতলির কুখরালি গ্রামের ৭০ বছরের বৃদ্ধ সোলায়মান সরদার। তিনি বলেন এই হামলায় আহত আমার ভাতিজী শিরিনা খাতুন ও রুপা খাতুন, ভাই বউ মঞ্জুয়ারা খাতুন ও মর্জিনা খাতুন,বৌমা জোসনা খাতুন ও ফাতেমা খাতুন এবং চাচী আছিয়া খাতুন এখন সাতক্ষীরা হাসপাতালে। সোলায়মান সরদার অভিযোগ করে বলেন বাড়ির পুরুষ সদস্যরা কাজে বাইরে থাকার সুযোগে তারা আজ সকালে এই হামলা করে। হামলায় নেতৃত্ব দেন একই এলাকার মোসলেম শেখের পুত্র মহিদুল ইসলাম। তার নেতৃত্বে মজনু, খাদেমুলের ছেলে লিটু, শহিদুল ইসলামের ছেলে হাফিজুল, মাহবুবার রহমানের ছেলে রাজু, রহমানের ছেলে সালাম, আশরাফের ছেলে শাহিন, রাজুর ছেলে রাসেল, জোহর আলির ছেলে গফুর, গফফারের ছেলে জলিল ও ইটাগাছার হায়াত আলির ছেলে সাঈদ ও মোহাম্মদ আলি। তারা লাটিসোটা, লোহার রড, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সোলায়মান পরিবারের রেকর্ডীয় জমি দখল করতে আসে। এতে বাধা দিতেই তারা শুরু করে মারধর। এ সময় তারা মেয়েদের শ্লীলতাহানি ঘটায়। এমনকি বসত ঘরে ভাংচুর করে। তাদের বাধা দিতে গেলে এসব ঘটনা ঘটে। তিনি জানান খবর পেয়ে পুলিশের এসআই এনামুল ইসলাম ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান সোলায়মান। বৃদ্ধ সোলায়মান হোসেন এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একই এলাকার ইসহাক সরদার, মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ভুটু, আবু জাফর বাবু, ডা. কালাম হোসেন, আরিজুল ইসলাম, আবদুল খালেক, নাজমুল হোসেন প্রমূখ।

১৪.০৩.১৯