দেবহাটা

দেবহাটায় হতদারিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

By daily satkhira

March 14, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদারিদ্র পরিবারের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির লক্ষ্যে বকনা বাছুর বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপি’র ইনহেল্ডার প্রজেক্টের আওতায় উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর চত্বরে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে বাপ্পা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপি ম্যানেজার মেথিল্ডা মেডিস, দেবহাটা এপি ম্যানেজার ফুলি সরকার, এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিষ্ট নজির আহম্মেদ, ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, জুনিয়র প্রোগ্রাম অফিসার পল হাজরা প্রমুখ। এসময় উপজেলার পারুলিয়া ইউনিয়নের ১৮ এবং দেবহাটা সদর ইউনিয়নের ১২ টি পরিবারের মাঝে বকনা বাছুর প্রদান করা হয়।