জি.এম আবুল হোসাইন : যশোরে ভলিবল খেলে সাতক্ষীরায় ফেরার পথে ৫ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২জন ছাত্রীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। অসুস্থ ছাত্রীরা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থী। কালীগঞ্জের ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ক্রীড়া শিক্ষক মো. মাহাবুবুর রহমান জানান, যশোর শিক্ষা বোর্ডের আয়োজনে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগীতায় অংশ নিতে ১১জন ছাত্রী নিয়ে গত বুধবারে যশোর বোর্ড কলেজে উপস্থিত হন। খেলা শেষে শুক্রবার সন্ধ্যায় অধিকাংশ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভলিবল খেলোয়ার ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের ছাত্রী রত্না জানান, শুক্রবার দুপুর ১২টায় তাদের প্রথম খেলা হয়। ২য় খেলা হয় বিকাল ৪টায়। তাদের দল রানার্স আপ হওয়ায় প্রত্যেকেই প্রচন্ড কান্নাকাটি করে। আজ হোটেলে থেকে আগামী কাল সকালে ফিরে যেতে মাহবুব স্যারকে সকল শিক্ষার্থী অনুরোধ করেন। সদর থানার এসআই প্রবীর কুমার সদর হাসপাতালে ভর্তিকৃত শিক্ষার্থীদের খোঁজখবর নেন। সদর হাসপাতালের এমআরও জানান, ফুড পয়জনিং সমস্যার কারণে এমনটি হয়েছে। অসুস্থদের মধ্যে দীপা (১৭) ও রোকাইয়া (১৭) গুরুতর অসুস্থ।