মাহফিজুল ইসলাম আককাজ : মহান ভাষা শহিদ দিবস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন খুঁদে চিত্র শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়। তিনটি গ্রুপে শতাধিক শিক্ষার্থী এ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন। বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রশিল্পী এম.এ জলিল প্রমুখ। মহান ভাষা শহিদ দিবস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মসূচির আলোকে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গ্যালারিতে প্রদর্শন করা হবে।