সাতক্ষীরা

বাদামতলায় সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

By daily satkhira

March 16, 2019

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলায় সরকারি জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে। ওই স্থানের পিছনে কলেজ ও কয়েকগজের মধ্যে ২টি স্কুল ও ১টি মাদ্রাসা রয়েছে। এছাড়া কাছাকাছি রয়েছে সাতক্ষীরা ভোমরাস্থল বন্দর। ওই ব্যস্ততম সড়কের একেবারে পাশের জায়গা দখল করে এ ধরনের প্রতিষ্ঠান হওয়ায় দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এবিষয়ে এলাকাবাসী প্রতিবাদ করলেও দখলদার কওছার আলী কোন কর্ণপাত করেন নি। স্থানীয়রা জানান, গংনিয়া মাহমুদপুর এলাকার ফজর আলীর পুত্র জামায়াত কওছার আলী ওই বাদামতলা মোড়ের একেবারে পাশে তার জমির সামনে থেকে সরকারি ৫০ ফুট আড় এবং ৭০ফুট লম্বা জমি দখল করেন। সেখানে ধীরে ধীরে রওশন আরা সুপার মার্কেট নামে গড়ে তোলেন বিরাট ব্যবসায়ী প্রতিষ্ঠান। যা পরবর্তীতে বিভিন্ন ব্যবসায়ীদের ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন। এলাকাবাসী নিরাপদ সড়ক নিশ্চিত করণের লক্ষ্যে অবিলম্বে ব্যস্ততম সড়কের পাশ থেকে এধরনের স্থাপনা সরানোর দাবি জানিয়েছেন। এবিষয়ে দখলদার কওছার আলীর পুত্র বলেন, যে কোন জমির সামনে যে সরকারি জমি থাকে সেটি কে দখল করবে? তাছাড়া আমরা ডিসিআর কেটে দখল করছি।