ফিচার

বই ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয় – আব্দুস সামাদ

By daily satkhira

March 16, 2019

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭মার্চ বই মেলায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বই মানুষের চক্ষু খুলে দেয়। বই হচ্ছে এমন একটি জায়গা যা মানুষকে নতুন পৃথিবীর সন্ধ্যান দেয়। বই পড়া, বইয়ের সাহাচার্য ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব নয়। বর্তমান বিজ্ঞানের যুগে ইন্টারনেট থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি। কিন্তু এর ফলে আমরা হারিয়ে ফেলছি অনেকগুলো সময়। যা আমাদের জীবনকে পিছিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, বই মানুষের চিন্তার দ্বার খুলে দেয়। রবিন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্তের বইগুলো পড়লে আমরা খুজে এক একটি নতুন দিগন্ত। একটি বই একটি দেশ, মহাদেশ, সাগর, মহাসাগর, হিমালয়ের সমান। মনুষ্য জগতকে বিস্তৃত করতে হলে আমাদের বইয়ের সংস্পর্শে আসতে হবে। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্যিক ও সাংস্কৃতিককে আরো বিকশিত করতে হলে বই ছাড়া বিকল্প নেই। আমাদের গৌরব করার বিষয় সাহিত্যে রবিন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, লালনের মত মানুষের জন্ম হয়েছে। রবিন্দ্রনাথ এসেছিলেন বলে আমাদের চিন্তার জগতটাকে তিনি বিস্তৃতি করে দিয়েছেন। তিনি আরো বলেন, নদী মায়ের মত। সম্প্রতি মহামান্য হাইকোর্ট তুরাগ নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করেছেন। তুরাগ নদী নদী না জীবন্ত প্রাণ। এখানে যদি আপনি আঘাত করেন তাহলে আপনার বিরুদ্ধে ফৌজদারী আইনে গনহত্যা মামলা হতে পারে। বাংলাদেশ হলো নদী মাতৃকদেশ। বাংলাদেশ হলো সমুদ্র থেকে জন্ম নেওয়া এক দেশ, হিমালয়ের থেকে জন্ম নেওয়া এক দেশ। তিনি আরো বলেন, আমাদের তরুন সমাজ ল্যাপটপ, ইন্টারনেট, ফেসবুক আমাদের ছেলে মেয়েদের কাছ থেকে অনেক সময় নিয়ে নিচ্ছে। আর্ন্তজাতিক নারী দিবস একটি গুরুত্বপূর্ন বিষয়। নারী শুধু নারীই নয় সবকিছুর উর্দ্ধে। নারী যদি না থাকতো তবে আমরা পৃথিবীতেই আসতে পারতাম না। কাজী নজরু ইসলাম নারীকে অর্ধেক বলেছেন আমিতো নারীকে তার চেয়েও বেশি মনে করি। তিনি আরো বলেন, বই ছাড়া আমাদের বিজ্ঞান ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব নয়। মিলিনিয়াম ডেভোলেপমেন্ট গোল্ডের লক্ষ্য হলো এর থেকে কাউকে বাদ দেওয়া যাবে না। ফেসবুকের মালিক শুধুমাত্র বুদ্ধি বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে। চায়নায় এমন কিছু নেই তারা করেনা। সকল ধরনের ব্যবসা তাদের আছে। সাতক্ষীরা সম্পর্কে তিনি বলেন, সাতক্ষীরা বহু গুনি মানুষের জন্ম হয়েছে। সুন্দরবনের কোল ঘেষে গড়ে উঠা সাতক্ষীরায় মানুষ বহু প্রতিভার অধিকারী। সুন্দরবনের বাতাশ বিফলে যাইনি। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ এসব কথা বলেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ পতœী সুলতানা নিলুফার জাহান, জেলা প্রশাসক পতœী লাভলী কামাল, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিত) অনিন্দিতা রায়, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, আনিসুর রহিম প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন।