ফিচার

উপজেলা নির্বঅচন নিয়ে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ২

By Daily Satkhira

March 17, 2019

রাজনীতির খবর: জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার রাতে কালাই উপজেলার মোসলিমগঞ্জ বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালাই উপজেলার পুনট বাজারের মোন্নাপাড়া গ্রামের আফতাব হোসেন ও মাহিষ্যপাড়ার রতন মহন্ত।

সংঘর্ষের পরই আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আফতাব হোসেন ও আজ রোববার ভোর ৪টার দিকে রতন হোসেন মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ প্রথম ধাপে কালাই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিনফুজুর রহমান মিলন জয়ী হন।

এই নির্বাচন নিয়েই গতকাল রাত ৮টার দিকে মোসলিমগঞ্জ বাজারে কথাকাটাকাটির জের ধরে আওয়ামী লীগের দুটি পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে চেয়ারম্যানের সাত সমর্থক আহত হয়। অপরপক্ষে আহত হয় তিনজন।

আহতদের মধ্যে পাঁচজনকে কালাই ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান আজ রোববার সকালে বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’