স্বাস্থ্য

রসুন প্রতিরোধ করে ছয় অসুখ

By daily satkhira

March 17, 2019

অনলাইন ডেস্ক : রসুন নিঃসন্দেহে একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। রসুনের মধ্যে রয়েছে সালফার উপাদান। এই উপাদানটি অ্যালাইসিন নামেও পরিচিত।এটি প্যাথোজেনেটিক ব্যাক্টেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, ছত্রাকের সংক্রমণ, ক্যানসার প্রতিরোধে কাজ করে। বিভিন্ন গবেষণায় বলা হয়, রসুন প্রায় ১৫০টির মতো দীর্ঘমেয়াদে রোগ কমাতে উপকারী।  রসুন প্রতিরোধ করতে পারে এমন কিছু অসুখের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট কিং ডেমিক।

১. রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।

২. এটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধে সাহায্য করে।

৩. ভাসকুলার প্রদাহের সঙ্গে লড়াই করে।

৪. শরীরের বাজে কোলেস্টেরল কমাতে কাজ করে।

৫. রসুন হৃদপিণ্ডের পেশি ভালো রাখতে উপকারী। এটি হৃদরোগ প্রতিরোধ করে।

৬. আর্টারির কার্যক্রম ভালো রাখে।  

যেভাবে রসুন খাবেন