ফিচার

সাতক্ষীরায় পারিবারিক কলহের জের ধরে তিনজনের আত্মহত্যা

By Daily Satkhira

March 18, 2019

আসাদুজ্জামান: সাতক্ষীরায় পারিবারিক কলহের জের ধরে দুই শিক্ষার্থীসহ তিনজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে ও শুক্রবার দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট ও শ্রীধরপুর এবং পৌর শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকায় এঘটনা ঘটে। আত্মহননকারিরা হলো, আশাশুনি উপজেলা বিছট গ্রামের শহিদুল ইসলাম মোল্যার মেয়ে খাদিজা খাতুন(১৩),একই উপজেলার শ্রীধরপুর গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে মেহেদি হাসান (৩০) ও সাতক্ষীরা পৌর শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকায় বসবাসকারি তালা উপজেলার তেঘরিয়া গ্রামের প্রদীপ কুমার পালের ছেলে সুমন কুমার পাল (২১)। খাদিজা খাতুন আশাশুনির আনুলিয়া পাইওনিয়ার বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ও সুমন সাতক্ষীরা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে আশাশুনি উপজেলার বিছট গ্রামের শহিদুল ইসলাম মোল্যার মেয়ে খাদিজা খাতুন শনিবার রাতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে আশাশুনি থানার পুলিশ রবিবার দুপুরে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে নিজের পছেন্দের বিয়ে মেনে না নেওয়ায় বাবা-মা’র উপর অভিমান করে শুক্রবার দুপুরে বাড়ির দোতালার একটি কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আশাশুনি উপজেলার শ্রীধরপুর গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে মেহেদি হাসান। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দেবনাথ পৃথক দু’টি আত্মহত্যার ঘটনা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে অপরদিকে, খরচের টাকা দিতে না পারায় দরিদ্র বাবা মার ওপর অভিমান করে সাতক্ষীরা পৌর শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার জনৈক রইচ উদ্দিনের ভাড়া বাড়িতে বসবাসকারি তালা উপজেলার তেঘরিয়া গ্রামের প্রদীপ কুমার পালের ছেলে সুমন কুমার পাল শনিবার রাতে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইউসুফ জানান, খুবই গরিব পরিবারের ছেলে ছিল সুমন। শহরের রাজার বাগান এলাকায় মো. রইসউদ্দিনের বাড়ি ভাড়া থাকতো ছেলেটি। টাকার প্রয়োজনে বাড়িতে গিয়েছিল সে। কিন্তু গরিব বাবা মা টাকা দিতে না পারায় অভিমান করে ফিরে এসেছিল সুমন। শনিবার রাত ৯ টার দিকে তাকে তার ভাড়া বাড়ির কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।