নিজস্ব প্রতিবেদক: সদরের মাধবকাটি দোগাছিয়ায় মহাশ্নশান কালি পূজা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মাধবকাটি দোগাছিয়া মহাশ্নশান ও কালিমন্দিরের অয়োজনে হিন্দু-বৌদ্ধ্য-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি (প্যানেল) গোষ্ট বিহারী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বক্তব্যে সাংসদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন দেশের সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের স্ব-স্ব ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। সম্প্রীতির মেল বন্ধনের দেশ বাংলাদেশ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুর উর-রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগ নেতা অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, সাংবাদিক ইয়ারব হোসেন, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি, সাবেক ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।