দেবহাটা

পারুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোস্তফার পথ সভায়

By daily satkhira

March 18, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতিকের পথ সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড গোলাম মোস্তফা তার বক্তব্যে বলেছেন, গত ১৬ মার্চ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল গণির পক্ষে পথ সভায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হারুন-অর রশীদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা ও সাব-সেক্টর কমান্ডার ক্যাপটেন শাহজাহান মাস্টারকে জার্সি গরুর সাথে তুলনা করায় কড়া সমালোচনা করেছেন। গোলাম মোস্তফা বলেছেন, আমি যে সময় রাজনীতি শুরু করি সে সময় তিনি (হারুন) হাফপ্যান্ট পড়ে বেড়াতেন। তাই তার থেকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠককে এভাবে অপমান করা মুক্তিযুদ্ধকে অপমান করার সামিল। সেখানের উপস্থিত মুক্তিযোদ্ধাদের সামেনে এমন কথা বলার প্রতিবাদ না করায় তাদের বিষ খেয়ে আতœহত্যা করা উচিত বলে আমি মনে করি। তিনি বক্তব্য আরো বলেছেন, শেখ হাসিনার মনোনিত নৌকার বিরুদ্ধে আমি ভোট করছি না। আমি নৌকা প্রতীক ভালোবাসি, আমার অন্তরে রয়েছে মুজিবের চেতনা। আমি কেবল মাত্র ভোট যুদ্ধে নেমেছি একজন হটকারী, প্রতিষ্ঠিত দূর্নীতিবাজের বিরুদ্ধে। উল্লেখ করে বলেন, আমি যদি নৌকার বিরোধীতা করি তাহলে সেদিন জেলা পরিষদ নির্বাচনে মুনসুর আহম্মেদের বিরুদ্ধে কে বিরোধীতা করেছিলেন। কই তখন তো আপনাকেও ভাবতে হত। এসময় স্বাধীনতা যুদ্ধের বীর পুরুষ ক্যাপটেন শাহজাহান মাস্টারের অবদান তুলে ধরেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা। ক্যাপটেন ছিলেন সত্যি কারের বীর যাকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে। বর্তমান উপজেলা চেয়ারম্যান মনে করছেন অনিয়ম করে ভোটে জয়ী হবেন। কিন্তু আমি বলব, সে আশা ছেড়ে দেন। ভোট ডাকাতি করতে হলে আমার লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে। উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি একজন প্রতিষ্ঠিত দূর্নীতিবাজ না হলে প্রতিটি প্রকল্পের ঠিকারদের কাছ থেকে ১০ হাজার টাকা না দিলে কোন ফাইলে স্বাক্ষর করতেন না তিনি। ঠিকারদের থেকে তিনি টাকা নিয়ে বরং দূর্নীতিকে উৎসাহ দিয়েছেন। তার হাত থেকে বাদ যায়নি নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলুও তাকেও দিতে হয়েছে টাকা। জনগনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কুলিয়ার সকিনা ব্রিকস বন্ধের জন্য এলাকাবাসী আবেদন করেছিল কিন্তু তিনি সেখান থেকে ১ লাখ টাকা নিয়ে ভাটা অনুমোদনের ব্যবস্থা করে দিয়েছিলেন। নওয়াপাড়ার মুজিবর মেম্বরের থেকে ৭০ হাজার টাকা নিয়ে আতœসাৎ করেছেন তিনি। বিভিন্ন মসজিদে, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার কথা বলে দেননি তিনি। এমনকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সকল ইউপি চেয়ারম্যানরা না কি দূর্নীতিবাজ, লুটপাটকারী। সে কারণে এডিপির ২ কোটি টাকা ফেরত দিয়েছেন। কাজ না করে চেয়ারম্যানদের মিথ্যা দোষারোপ করে উন্নয়ন থেকে দেবহাটাকে পিছিয়ে দিয়েছেন তিনি। আমিও বলছি যদি কেউ আমার ২৫ বছর আইনজীবি পেশায় এবং চেয়ারম্যান থাকা কালিন সময় কোন অনিয়মের প্রমাণ দিতে পারেন আমি আপনাদের কাছে ভোট চাইব না। আমার তৈরী ম্যানগ্রোভকে এখন নিজের অবদান বলে দাবি করে নির্বাচনী ইশতিহারের তুলে ধরেছেন। তিনি চেয়ারম্যান হয়ে অসহায় হিন্দু পরিবারের দেবদাসকে চাকুরী থেকে বের করে দিয়ে নিজের লোককে নিয়োগ দিয়েছে। তিনি নৌকা প্রতীক পেয়েছেন তার মানে এই না তিনি চেয়ারম্যান হয়ে গেছেন। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি সেও আসুক আমার মত জনসম্মূখে। আমি একই মঞ্চে বক্তব্য দিব। জনগন যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে জয় যুক্ত করবে। তাই উপস্থিত জনতার উদ্দেশ্যে বলছি ২৪ তারিখে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। মনে রাখবেন এই নৌকা সেই নৌকা নয়। আমার প্রতীক আনারস। আমি আপনাদের ভোট প্রার্থনা করছি। আপনাদের ভোটে জয়ী হলে দেবহাটকে আবারো উন্নয়নে ভরে দিব। সাথে সাথে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সহযোগী হিসাবে কাজ করব। সোমবার বিকাল ৪টায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড গোলাম মোস্তফার আনারস প্রতীকের পথসভা কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল মোমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য রওনাকুল ইসলাম রিপন, সখিপুর ২নং ওয়ার্ড ইউপি সদস্য আকবর আলী, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি আবুল কাশেম, পারুলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, বিশিষ্ঠ সমাজসেবক শ্রীরাম বাবু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, শরৎ চন্দ্র, যুগ্ন-সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন আওয়মালীগের সভাপতি আবুল কাশেম, সখিপুর ইউপি সদস্য আবুল হোসেন, মোনাজাত আলী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ৫ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, সুধিজন, সর্বস্তরের শত শত নারী-পুরুষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারুলিয়া যুব কমিটির সভাপতি আফসার হোসেন।