দেবহাটা

দেবহাটায় ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

By daily satkhira

March 20, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটায় দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় দেবহাটা প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যালয়ে কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা ও কুলিয়া আঞ্চলিক েেপ্রসক্লাবের সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুল। স্বাগত বক্তব্য রাখেন ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি অধ্যাপক ইয়াসিন আলী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হুরাইরা, যুগ্ন-সম্পাদক নির্মল কুমার মন্ডল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য জিএম অব্বাসউদ্দীন, আব্দুল আলিম মিঠু, এম এ মামুন, সদস্য আবুল হাসান, গোপাল কুমার দাস, সাইফুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।