সাতক্ষীরা

সিকানদার মেলায় সব্যসাচী আবৃত্তি সংসদের আবৃত্তি অনুষ্ঠিত

By daily satkhira

March 20, 2019

প্রেস বিজ্ঞপ্তি : সিকানদার মেলা-২০১৯ উপলক্ষ্যে কবির জন্মভিটা তালা’র তেতুলিয়ায় আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরার অন্যতম আবৃত্তি সংগঠন সব্যসাচী আবৃত্তি সংসদ। বুধবার সন্ধ্যায় সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদারের সভাপতিত্বে কবি সিকানদার আবু জাফরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আঃ হামিদ ও সব্যসাচী আবৃত্তি সংষদের নির্বাহী সদস্য এব সিকানদার পদক প্রাপ্ত কবি শুভ্র আহমেদ। আলোচনা শেষে ঘণ্টাব্যাপি আবৃত্তি দিয়ে দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখে সব্যসাচী আবৃত্তি সংসদের শিল্পীবৃন্দ। দুই বাংলার খ্যতিমান কবিদের কবিতা থেকে সংকলিত ভিন্ন ভিন্ন স্বাদের এসব কবিতা শিল্পী ও শ্রোতার মধ্য চমৎকার একটি মেলবন্ধন সৃষ্টি করে। এই মনোজ্ঞ আবৃত্তি অনুষ্ঠানে যে সব শিল্পীবৃন্দ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে তারা হল, স্বপ্না, প্রজ্ঞা, রাইন, শ্রেয়ান, মারজান, যুঁথি, তনুশ্রী, লাবণ্য, শারমিন, ফাতেমা, ত্বীন, আরিয়ান, অর্চি ও কাজল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সব্যসাচী আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু।