দেবহাটা ব্যুরো : দেবহাটায় আগামী ২৪ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভা বৃহষ্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আগামী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠানে সকলের সহযোগীতা কামনা করে বলেন, নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্নের জন্য প্রতিটি উপজেলায় ২ প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া র্যাবের বিশেষ টহল টিম থাকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর টহল থাকবে। তিনি দেবহাটা এলাকায় শান্তিপূর্ন পরিবেশ আছে এবং ভোটের আে গ ও ভোটের পরেও সেই শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখার জন্য সকল প্রার্থী ও সকল সমর্থকদের সকল প্রকারের ধৈয্য ও সহনশীল পরিবেশ বজায় রাখার আহবান জানান। জেলা প্রশাসক নির্বাচনী আইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও সকলকে নির্বাচনী আইন মেনে চলার নির্দেশনা দেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার এডিশনাল এসপি মোঃ ইলতুৎমিশ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ আব্দুল গনি, দেবহাটা থানার অফিসার্স ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিমউদ্দীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শলিউল বশার, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সবাপতি আব্দুর রব লিটু, সাধারন সম্পাদক আর.কে.বাপ্পাসহ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী সকল চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীবৃন্দ।