স্বাস্থ্য

প্রস্টেট ক্যানসার রুখে দেয় কফি

By daily satkhira

March 22, 2019

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, সারা বিশ্বে পুরুষরা সবথেকে বেশি মারা যান প্রস্টেট ক্যানসারে। কফিতে থাকা রাসায়নিক যৌগ সত্যিই মূত্রথলির ক্যানসার ঠেকাতে পারে।  যদিও এ নিয়ে আরও বিশদ গবেষণার প্রয়োজন রয়েছে বলে প্রতিষ্ঠানটি মনে করছে। 

গবেষকরা জানিয়েছেন, কফির মধ্যে এমন দু’টি যৌগ বা কমপাউন্ড রয়েছে, যারা প্রস্টেট ক্যানসারের কোষকে দ্রুত বাড়তে দেয় না। যে কারণে পুরুষদের তারা কফি খেতে উত্‍‌সাহিত করছেন। 

যদিও গোটা গবেষণাটাই এখন প্রাথমিক স্তরে রয়েছে। এ নিয়ে গবেষণার বিশদ কিছু তারা প্রকাশও করেননি। 

তারা আরও জানাচ্ছেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় এই পানীয়তে এক হাজারেরও বেশি অনুদ্বায়ী রাসায়নিক যৌগ রয়েছে।