কালিগঞ্জ

কালিগঞ্জে শোকাহত ছাত্রসমাজের মানব বন্ধন

By daily satkhira

February 18, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জে ট্রলির ধাক্কায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্র মো: আব্দুল গফ্ফারের মৃত্যুর ঘটনায় নিরাপদ সড়ক ও অবৈধ যান বাহন বন্ধের দাবিতেও মানব বন্ধন অনুষ্ঠিত। শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরার কালিগঞ্জের কাকশিয়লী নদীর ধারে বঙ্গবন্ধু মুর‌্যাল চত্বরে উপজেলা ছাত্রলীগের সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার শোকাহত ছাত্রসমাজ এ মানব বন্ধনের আয়োজন করে। ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম জয়বাংলার সভাপতিত্বে  মানববন্ধনে উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. মোজাহার হোসেন কান্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজ, নিহত স্কুল ছাত্র গফফারের পিতা-মাতাসহ স্কুল কলেজের শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একই স্থানে নিহত স্কুল ছাত্র গফফারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, অপরিকল্পিত ও অবৈধ যান বাহনের কারণে জেলার সড়ক গুলো আজ অনিরাপদ হয়ে উঠেছে। এছাড়া দিনের বেলায় অতিরিক্ত মাত্রায় পণ্য পরিবহন চলাচলের সড়ক হয়ে উঠছে অত্যন্ত ব্যস্ত। যে কারণে প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানে অকালেই ঝরে যাচ্ছে তাজা প্রাণ। খালি হচ্ছে হাজারো মায়ের কোল। কিন্তু তারপরও ওই সব অবৈধ যান চলাচল বন্ধ করা হচ্ছে না। বক্তারা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সকল পণ্য পরিবহন রাতের বেলায় চলাচলের নির্দেশ দেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।