কালিগঞ্জ

ভাড়াশিমলা প্রতিবন্ধী স্কুলে প্রীতিভোজ অনুষ্ঠিত

By Daily Satkhira

February 19, 2017

নলতা প্রতিনিধি : প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে তাদের মানবসম্পদে পরিণত করা সম্ভব। প্রতিবন্ধিদের সমাজের মূল¯্রােতে অন্তর্ভুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারি-বেসরকারি উদ্যোগে তাদেরকে এগিয়ে নেয়া সম্ভাব হলে দেশ ও জাতি উপকৃত হবে। তারা সমাজের বোঝা হয়ে থাকবে না। প্রতিবন্ধিদের দিকে সবসময় আমাদের হাসি মুখে তাকাতে হবে। প্রতিবন্ধিরা আমাদের অলিম্পিক জয় করে এনে দিয়েছে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষত করে দেশের সম্পদে রূপান্তরিত করতে হবে। আর এই দায়িত্ব সরকারের একার নয়, বে-সরকারি প্রতিষ্ঠানও তাদের পাশে এসে সম্মিলিত উদ্যেগ গ্রহন করবে। তারই ধারাবাহিকতায় কালিগঞ্জ উপজেলার নলতায় প্রতিবন্ধিদের উন্নয়নে এমজেএফ কাজ করে যাচ্ছে। শনিবার সকালে দুপুরে ভাড়াশিমলা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী স্কুলে বার্ষিক প্রীতিভোজ ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দীন হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জাহিদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ডা: শংকার কুমার পাল, সাংবাদিক সকুমার দাশ বাচ্চু প্রমূখ। প্রতিষ্ঠানের স্মৃতিচারণে বক্তব্য রাখেন এমজেএফ প্রতিবন্ধী স্কুলের পরিচালক আজহারুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, সাংবাদিক আহমাদ উল্ল্যাহ বাচ্চু, সাংবাদিক তরিকুল ইসলাম লাভলু, সাংবাদিক আ: করিমসহ উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।