আন্তর্জাতিক

মালিতে সশস্ত্র হামলায় ১৩৪ জন নিহত

By Daily Satkhira

March 24, 2019

বিদেশের খবর: আফ্রিকার দেশ মালির একটি গ্রামে সংখ্যালঘু মিলিশিয়া বাহিনীর সশস্ত্র হামলায় কমপক্ষে ১৩৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, শিশু এবং বৃদ্ধও রয়েছেন।

গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ওগোসাগো ও ওয়েলিংগারা গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ফুলানি জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে এই হামলা চালানো হয় বলে জানা যায়।

মার্কিন বার্তা সংস্থা থমসন রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় এক মেয়র রয়টার্সকে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও জিহাদিদের মধ্যকার সহিংসতার মধ্যে গতকালের হামলা ছিলো সবচেয়ে ভয়াবহ।

মেয়র আরো জানান, ঐতিহ্যবাহী ডোনজুদের ছদ্মবেশে বন্দুকধারীরা এই হামলা চালায়। হামলায় ওগোসাগো গ্রামের ফুলানি জাতিগোষ্ঠীর প্রধান ও তাঁর পরিবারের সদস্যরাও নিহত হন।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘বন্দুক ও বড় দা দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়।’

ফুলানিরা অভিযোগ করছেন, তাদেরকে হামলা করার জন্য মালির সামরিক বাহিনী হামলাকারীদেরকে অস্ত্র সরবরাহ করেছে।

গত বছরেও ডগন শিকারী ও ফুলানিদের মধ্যে সংঘর্ষে শতাধিক নিহতের ঘটনা ঘটে।

এদিকে গত শুক্রবার মালি ভিত্তিক আল-কায়েদার এক সহযোগী জানায়, গত সপ্তাহে সামরিক বাহিনীর উপর হামলা চালানো হয়েছিল। ওই হামলায় ২০ জনেরও বেশি সেনা সদস্য নিহত হন।