তোষিকে কাইফু: ৪ মার্চ,রবিবার,জাতীয় সংসদের স্থায়ী কমিটি কক্ষ -০২,দক্ষিণ পূর্ব ব্লক লেভেল -০৪ এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: জাহিদ মালেক,স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি,সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি, মহিবুর রহমান মানিক এমপি, একরামুল করিম চৌধুরী এমপি, ইউনুস আলী সরকার এমপি,মো. মনছুর রহমান এমপি, আব্দুল আজিজ এমপি,সৈয়দা জাকিয়া নুর এমপি,অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানম সহ প্রমুখ। উক্ত বৈঠকের আলোচন্যসূচি ছিল পরিচিত পর্ব ,গোপালগঞ্জে অবস্থিত শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক দিক। বৈঠকে ডা: আ ফ ম রুহুুল হক এমপি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান কার্যক্রম,নলতায় সাতক্ষীরা প্যারা-মেডিকেল কলেজ,কালিগঞ্জের চাম্পাফুল,নলতা ও আশাশুনির দরগাহপুরে মা ও শিশু হাসপাতালের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং হাসপাতালগুলো এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।