শ্যামনগর

শ্যামনগরে চেয়ারম্যান দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ ও ডলি

By daily satkhira

March 24, 2019

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে। গতকাল ২৪ মার্চ রোববার সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। এতে উপজেলার ১২টি ইউনিয়নে ৮৯টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে উপজেলা চেয়ারম্যান পদে এস এম আতাউল হক দোলন নৌকা প্রতিক নিয়ে- ৭২ হাজার ৫শত ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাবেক অধ্যক্ষ জি, এম, ওসমান গণি দোয়াত কলম প্রতিকে নিয়ে ১০ হাজার ৯শত ৬৮ ভোট পেয়েছেন, লাঙ্গল প্রতিক নিয়ে এ্যাড. আজিবর রহমানর- ৯শত ৬৪ ভোট পেয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ টিউবওয়েল প্রতিক নিয়ে ৩২ হাজার ৮শত ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স.ম. আব্দুস সাত্তার তালা প্রতিক নিয়ে ২৪ হাজার ৭৩ ভোট পেয়েছেন, টিয়া পাখি নিয়ে অসীম মৃধা ১৬ হাজার ৮শত ৯৪ ভোট, উড়োজাহাজ প্রতিক নিয়ে শেখ মিজানুর রহমান ৯ হাজার ৬৫ ভোট, চশমা প্রতিক নিয়ে শেখ ফারুক হোসেন ৯শত ৫৭ ভোট পান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতিক নিয়ে খালেদা আইয়ুব ডলি ৪৫ হাজার ৯শত ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী পাপিয়া হক ১৫ হাজার ৫শত ৯২ ভোট পেয়েছেন, পদ্মফুল প্রতিক নিয়ে নুরজাহান পারভীন ঝর্ণা ১৩ হাজার ১শত ভোট, ফুটবল প্রতিক নিয়ে নাফিজা সুলতানা ৮ হাজার ৪৩ ভোট পান।