কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি (নৌকা) প্রতিক নিয়ে আবারো উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে হাবিবুর রহমান সবুজ (তালা) প্রতিক নিয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ (কলসি) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলার ৪০ টি ভোট কেন্দ্রগুলোর ফলাফল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন উপজেলা কেন্ট্রাল রুম থেকে ঘোষনা করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানান গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৭,৮২৮জন। তার মধ্যে পুরুষ ৪৯,২১২ এবং নারী ৪৮,৬১৬ জন। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি (নৌকা) প্রতিক নিয়ে ২৪,৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এডঃ স.ম গোলাম মোস্তফা (আনারস) প্রতিক নিয়ে পেয়েছেন ১৬,২৯৫ ভোট। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ (তালা) প্রতিক নিয়ে ২১,২১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মিন্নুর (উড়োজাহাজ) প্রতিক নিয়ে ১৩,৪১৮ ভোট পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাট্য পরিচালকের স্ত্রী জি.এম স্পর্শ (কলস) প্রতিক নিয়ে ১৭,৬৫৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান (পদ্মা ফুল) প্রতিক নিয়ে ১৫,৫৯০ ভোট পান।