খেলার খবর: বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির বিশ্ব সেরা নারী টি-টোয়েন্টি দলের ক্যাপ পেলেন রুমানা আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ কথা জানানো হয়।
২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচে চারটিসহ মোট ২৪ ম্যাচে ৩০ উইকেট শিকার করার স্বীকৃতি হিসেবে এই গৌরব অর্জন করেন রুমানা।
আইসিসির কাছ থেকে ক্যাপ পাওয়ার পর অলরাউন্ডার রুমানা সেটা মাথায় পরে ছবিও তুলেছেন।
আইসিসির বর্ষসেরা টি-টুয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন ভারতের হারমানপ্রিত কাউরকে। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি।
আইসিসি বর্ষসেরা নারী টি-টুয়েন্টি দলে সর্বোচ্চ পাঁচজন রয়েছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। এ ছাড়া ভারতের তিন, নিউজিল্যান্ডের দুই ও ইংল্যান্ডের রয়েছে একজন করে খেলোয়াড়।