South Africa's Dwaine Pretorius plays a shot during the third Twenty20 international (T20I) cricket match between South Africa and Sri Lanka at the Wanderers Stadium, in Johannesburg, on March 24, 2019. (Photo by Christiaan Kotze / AFP) (Photo credit should read CHRISTIAAN KOTZE/AFP/Getty Images)

খেলা

দক্ষিণ আফ্রিকার কাছে টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

By Daily Satkhira

March 25, 2019

খেলার খবর: সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সিরিজটাকে চাইলে লেখা যেতে পারে হোয়াইটওয়াশের গল্প হিসেবে! শুরুটা করেছিল সফরকারী শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকাকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে। যার প্রতিদান পরে এতো করুণ হবে সেটা হয়ত কল্পনাও করেনি লঙ্কানরা! প্রথমে পাঁচ ম্যাচের ওয়ানডে, পরে তিন টি-টুয়েন্টির সিরিজে লঙ্কানদের নাকাল করে শোধ নিয়েছে প্রোটিয়ারা।

জোহানেসবার্গে তিন টি-টুয়েন্টির শেষটিতেও সাউথ আফ্রিকার কাছে হেরে বসেছে শ্রীলঙ্কা। বৃষ্টি আইনে ৪৫ রানে হেরে প্রোটিয়াদের কাছে রঙিন পোশাকের দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ হল লঙ্কানরা।

আইপিএল শুরু হওয়ার কারণে কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসিসবিহীন রোববারের ম্যাচে দল সাজিয়েছিল সাউথ আফ্রিকা। নেতৃত্ব দেন জেপি ডুমিনি। সেই দলটার বিপক্ষেও একদমই সুবিধা করতে পারেনি সফরকারী বোলাররা।

৫২ বলে ৬৬ রান করে শুরু থেকেই রানের চাকা ঘুরিয়েছেন ওপেনার রিজা হ্যান্ডরিক্স। তিনে নেমে ৪২ বলে ডোয়াইন প্রিটোরিয়াসের ম্যাচ সর্বোচ্চ ৭৭ রানে ভর করে ২ উইকেটে ১৯৮ রানের পাহাড় গড়ে তোলে প্রোটিয়ারা।

বিশাল রান তাড়ার ধাক্কাটা আর সামলে ওঠা হয়নি লঙ্কান ব্যাটসম্যানদের। সাজঘরে আসা-যাওয়ার মাঝে কোনরকমে ৬ উইকেটে ১১১ রান তোলার পর শ্রীলঙ্কার ইনিংসে হানা দেয় বৃষ্টি। প্রকৃতি-বিরতির পরে খেলা মাঠে গড়ালে ১৩৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।