রাজনীতি

সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের গণহত্যা দিবস পালন

By daily satkhira

March 26, 2019

প্রেস বিজ্ঞপ্তি : “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর আগমুহূর্তে ২৫ মার্চের বিভীষিকাময় কালরাতে পৃথিবীর ইতিহাসে নৃশংসতম গণহত্যার নজির স্থাপন করেছিল পাকিস্তান সেনা বাহিনী । ২৫ মার্চ কালরাতের সেই নিসংস গণহত্যা স্মরণে সোমবার রাতে এক মিনিটের জন্য থেমে যায় বাংলাদেশ। রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত দেশজুড়ে চলে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ তথা ‘নীরবতা পালন’ কর্মসূচি” এর অংশ হিসেবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা কার্যালয়ে শহিদদের স্মরণ করা হয়। এসময়ে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্নার শান্তি কামনা করা হয়। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আল মাহমুদ পলাশ, কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, জেলা সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম রফিকুল ও সৈয়দ আবু বাক্কর সিদ্দিক প্যাথল, প্রচার ও প্রকাশনা সম্পাদ জামাল আহমেদ বাদল, বন ও পরিবেশ সম্পাদক কিয়ামুদ্দীন গাজি, জেলা নির্বাহী সদস্য হাফিজুল ইসলাম, পৌর সভাপতি আসাদুজ্জামান লাভলু, পৌর যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন বকুল প্রমু্খ নেতৃবৃন্দ বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছেনন। যেন এই দিনটা গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় সেজন্য আমাদের সকল পেশার মানুষদেরকে প্রচেষ্টা চালানোর জন্য আহবান জানান।