জাতীয়

ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’ উদ্বোধন

By Daily Satkhira

March 27, 2019

অনলাইন ডেস্ক: স্বাধীনতা দিবসে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ এবং নগদের উদ্বোধন করেন তিনি। ব্যাংকিং সুবিধা বঞ্চিত তৃণমূলের মানুষের মাঝে আর্থিক লেনদেনের সুবিধা পৌঁছে দিতে ডাক বিভাগ এই সেবা চালু করল, যার মাধ্যমে যে কেউ কম খরচে ও দ্রুত আর্থিক লেনদেন করতে পারবেন।

ডাক বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ডিজিটাল চ্যানেল যেমন অ্যাপ, মোবাইল ফোন (স্মার্ট ও ডিজিটাল ফিচার ফোন), এটিএম, পিওএস টার্মিনাল, এনএফসি ইনেবলড ডিভাইস, চিপ, ইলেকট্রনিক্যালি ইনেবলড কার্ড, বায়োমেট্রিক ডিভাইস, ট্যাবলেটসহ বিভিন্ন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে দ্রুত আর্থিক লেনদেন সম্পন্ন করা যাবে এই সেবার আওতায়।

“নগদের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশিদের মূলধারার অর্থনীতির সাথে সম্পৃক্ত করা হবে। ৬৬ শতাংশ আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা জনগোষ্ঠীকে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক মূলধারার সাথে যুক্ত করার লক্ষ্যে নগদ কাজ করবে।”

‘খুব অল্প সময়ের’ মধ্যেই নগদ বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষের আর্থিক লেনদেনের প্রধান মাধ্যম হবে বলে আশা করছে ডাক বিভাগ। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।